আবহাওয়া অনুকূলে থাকায় ভারতে বাড়তে পারে ডাল উৎপাদন। এরই রেশ ধরে ২০২০-২১ মৌসুমে দেশটিতে মসুর ডালের উৎপাদন আগের মৌসুমের তুলনায় ২৮ শতাংশ বাড়তে পারে বলে জানিয়েছে ইন্ডিয়া পালসেস অ্যান্ড গ্রেইনস অ্যাসোসিয়েশন।
প্রতিষ্ঠানটির এগ্রিকালচারাল কমিশনার এসকে মালহোত্রা জানান, চার-পাঁচ বছর ধরে ভারতে প্রতি মৌসুমে সাড়ে ১২ লাখ টনের আশপাশে মসুর ডাল উৎপাদন হয়ে আসছে।
তবে এবার পণ্যটির উৎপাদন অনেকটাই বাড়তে পারে। ২০২০-২১ মৌসুমে ভারতজুড়ে সর্বমোট ১৬ লাখ টন মসুর ডাল উৎপাদনের সম্ভাবনা রয়েছে, যা আগের মৌসুমের তুলনায় ২৮ শতাংশ বেশি।
মসুর ডাল উৎপাদন বৃদ্ধির বিষয়ে তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গ, বিহার, ত্রিপুরা, নাগাল্যান্ড, আসামসহ শীর্ষ উৎপাদনকারী রাজ্যগুলোয় অনুকূল আবহাওয়া বজায় থাকায় ২০২০-২১ মৌসুমে ভারতে মসুর ডালের বাম্পার ফলন হতে যাচ্ছে।
এবার দেশে সর্বমোট ১৪ লাখ হেক্টরের বেশি জমিতে মসুর ডাল আবাদের লক্ষ্য নির্ধারণ হয়েছে। এরই মধ্যে পৌনে চার লাখ হেক্টর জমিতে আবাদ সম্পন্ন হয়েছে।
আনন্দবাজার/ইউএসএস