সম্প্রতি রাশিয়ার একটি সামরিক হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করেছে আজারবাইজান। এতে ওই বিমানের দুজন ক্রু নিহত হয়েছে বলে জানা গেছে। এর জেরে রাশিয়া থেকে এখন পর্যন্ত কোনো শক্ত প্রতিক্রিয়া এখন পর্যন্ত পাওয়া না গেলেও ও ঘটনায় তদন্ত শুরু করেছে রাশিয়া। তবে আজারবাইজানের পক্ষ থেকে এরই মধ্যে জাননো হয়েছে, ভুলবশত রাশিয়ার বিমানটি বিধ্বস্ত করা হয়েছে। এ ঘটনায় দেশটি মস্কোর কাছে ক্ষমা চেয়েছে এবং এর জন্য ক্ষতিপূরণ দেওয়ার কথাও জানিয়েছে।
এদিকে, আজারবাইজানের ছিটমহল নাখচিভানে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে জানা গেছে। দীর্ঘদিন ধরে নাগার্নো-কারাবাখের একচ্ছত্র দখল নিতে মাসব্যাপী সংঘর্ষে লিপ্ত রয়েছে আর্মেনিয়া ও আজারবাইজান। এ দুই প্রতিবেশী দেশের মধ্যে সংঘর্ষে এরই মধ্যে সহস্রাধিক প্রাণহানি ঘটেছে। তার ওপর আজারবাইজান কর্তৃক রাশিয়ার বিমানটি এমন সময় ভূপাতিত করা হলো যখন অঞ্চলটিতে সংঘাত নিরসনে সেনা মোতায়েন করা হয়েছিল রাশিয়ার পক্ষ থেকে। আবার এ ঘটনাটি ঘটার আগে দেশ দুটির মধ্যে যুদ্ধ বন্ধে রাশিয়া দু দেশকে নিয়ে একটি ত্রিপক্ষীয় চুক্তিতে স্বাক্ষর করেছিল। কিন্তু যুদ্ধ বন্ধের আশা সম্প্রসারিত হওয়ার মধ্যেই তৃতীয় পক্ষের সামরিক বিমান ভূপাতিত হলো। এছাড়া, রাশিয়া এ যুদ্ধে এখন পর্যন্ত সরাসরি কোনো পক্ষ নিয়ে যুদ্ধে অংশ নেয়নি।
উল্লেখ্য, তিন দেশের মধ্যে সদ্য সম্পাদিত চুক্তির রূপরেখা অনুযায়ী, দেশটির সংঘাতপূর্ণ এলাকায় রাশিয়ার সৈন্যবাহিনী আগামী ৫ বছর অবস্থান করবে। রাশিয়ার প্রেসিডেন্টের পক্ষ থেকে দেশ দুটির প্রতি সংঘাত নিরসনের পথ প্রশস্ত করার আহ্বান জানানো হয়েছিল। সূত্র: রয়টার্স, আল জাজিরা।
আনন্দবাজার/শাহী