বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয় অনলাইন স্ট্রিমিং প্লাটফর্ম নেটফ্লিক্স। সিনেমা, ওয়েব সিরিজ দিয়ে বহু দর্শক তারা ঘরে তুলেছে। এমনকি বাংলাদেশেও অনেক জনপ্রিয়তা পেয়েছে নেটফ্লিক্স। তবে এবার স্ট্রিমিং সেবার পাশাপাশি টিভি চ্যানেল চালু করতে যাচ্ছে মার্কিন বিনোদনধর্মী এই প্রতিষ্ঠানটি। চ্যানেলটির নাম ‘ডিরেক্ট’।
জানা গেছে, প্রথমে ফ্রান্সে পরীক্ষামূলকভাবে এই টিভি চ্যানেলটি সম্প্রচার করা হবে। মার্কিন সাময়িকী ভ্যারাইটি এই তথ্য নিশ্চিত করেছে। দিনে দিনে ক্রমেই বৃদ্ধি পাচ্ছে নেটফ্লিক্সের দর্শক। আর সেই চাহিদা থেকেই টিভি চ্যানেল করার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।
তবে প্রথমে একটি নির্দিষ্ট সময়ে টিভি সিরিজ ও সিনেমা দেখাবে এই চ্যানেলে। এছাড়া আগামী ডিসেম্বরে ফ্রান্সে সম্প্রচার এলাকা আরও বৃদ্ধি পেতে পারে।
নেটফ্লিক্সও এক বিবৃতিতে ফ্রান্সে টিভি চ্যানেল চালুর কথা জানায়। কিন্তু এর আগে চলতি বছরের জানুয়ারিতে ফ্রান্সে অফিস খুলে বিনিয়োগ বাড়ানোর কথা জানিয়েছিল নেটফ্লিক্স।
আনন্দবাজার/এইচ এস কে