ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় দু’টি হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২

মালয়েশিয়ায় একটি পাইলট স্কুলে প্রশিক্ষণের সময় দু’টি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় দু’জন ব্যাক্তি নিহত হয়েছেন। দেশটির সরকারি কর্তৃপক্ষ দুর্ঘটনার এই খবরটি নিশ্চিত করেছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে দুর্ঘটনার ভিডিও ফুটেজে ছড়িয়ে পড়েছে।

ভিডিও ফুটেজে দেখা গেছে, সংঘর্ষের পর হেলিকপ্টার দু’টির মধ্যে একটি কুয়ালালামপুরের বনাঞ্চলের অংশে এবং অন্যটি একটি স্কুলের মাঠে নিরাপদে অবতরণ করতে পেরেছে।

দেশটির পরিবহন মন্ত্রণালয় জানায়, হেলিকপ্টার দু’টি নিয়মিত প্রশিক্ষণের জন্য সুবাং বিমানবন্দর ছেড়ে যায়।

এ ব্যাপারে মালয়েশিয়ার পরিবহনমন্ত্রী ওয়ে কা সিয়ং এক বিবৃতিতে জানিয়েছেন, দুই হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষে দুজন ক্রু সদস্য দুঃখজনকভাবে প্রাণ হারিয়েছেন। তিনি জানান, এ দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে।

প্রসঙ্গত, মালয়েশিয়ায় দিনদিন শখ করে হেলিকপ্টারে ওড়ানো বেশ জনপ্রিয় হয়ে উঠছে।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন