ঢাকা | রবিবার
২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনার দ্বিতীয় ঢেউ, শঙ্কায় গোটা বিশ্ব

আবারও মহামারি করোনাভাইরাসে লন্ডবণ্ড  বিশ্বের অধিকাংশ দেশ। শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই একদিনে আক্রান্ত হয়েছেন প্রায় ১ লাখ ১০ হাজার মানুষ এবং মারা গেছেন প্রায় সাড়ে পাঁচশত মানুষ। বিশ্বজুড়ে এখন পর্যন্ত ৫ কোটি ১২ লাখেরো বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন সাড়ে ১২ লাখেরও বেশি।  করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সতর্ক পুরো বিশ্ব। এতোমধ্যা হাঙ্গেরি পর্তুগালসহ বিভিন্ন দেশে আরোপ করা হয়েছে বিধিনিষেধ।

করোনা মহামারিতে আক্রান্ত ও মৃতের দিক থেকে এখনো শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। প্রতিদিনই লাখ ছাড়াচ্ছে আক্রান্তের সংখ্যা।  মৃতের সংখ্যাও আবারও আশঙ্কাজনকহারে হারে।

করোনার দ্বিতীয় ঢেউয়ে বড়সড় আক্রমন এসেছে বেলজিয়ামেও। সংক্রমণ ঠেকাতে ইতোমধ্যে আংশিক লকডাউন ঘোষণা করেছে দেশটি।

করোনার দ্বিতীয় ঢেউ, সতর্ক পুরো বিশ্ব                             

করোনার দ্বিতীয় আক্রমনে শঙ্কিত ইউরোপের বিভিন্ন দেশ। হাঙ্গেরিতে মহামারি নিয়ন্ত্রণে নতুন করে বিধিনিষেধ আরোপের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। ফেসবুক একাউন্টে এক ভিডিও  বার্তায় রাত ৮টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত দেশজুড়ে কারফিউ জারি করার কথা জানান এবং সন্ধ্যা ৭টার পর সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধেরও নির্দেশ দিয়েছেন দেশটির প্রধামন্ত্রি।

ইসরাইলেও বেড়েছে সংক্রমণ। করোনা শনাক্তে বিমানবন্দরসহ বিভিন্ন স্থানে ফাস্ট ট্র্যাক কোভিড শনাক্তকরণ বুথ স্থাপন করা হয়েছে।

সুইজারল্যান্ডের পরিস্থিতিও আশঙ্কায়। নিয়ন্ত্রণে করোনার পরীক্ষার ওপর জোর দিচ্ছে দেশটির কর্তৃপক্ষ।

এক নাগরিক বলেন, যেহেতু আমার উপসর্গ আছে তাই গণপরিবহন ব্যবহার করে করোনা পরীক্ষা করাটা অনেক ঝুঁকিপূর্ণ। তাই ড্রাইভিং অবস্থাতে করোনা পরীক্ষা করাটাই শ্রেয় মনে হয়।

পিসিআর টেস্টের পাশাপাশি শ্বাস প্রশ্বাসের মাধ্যমে করোনা শনাক্ত করার অভিনব পদ্ধতি আবিষ্কার করে তা প্রয়োগ শুরু করেছে সিঙ্গাপুর। এক মিনিটেই জানা যাবে রেজাল্ট।

আনন্দাবাজার/এহসান

সংবাদটি শেয়ার করুন