ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বাইডেনকে মার্কিন দূতাবাস স্থানান্তরের অনুরোধ ফিলিস্তিনের

মার্কিন যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে জেরুসালেম থেকে মার্কিন দূতাবাস স্থানান্তর করে আগের অবস্থান তেল আবিবে সরিয়ে নিতে অনুরোধ করার পরিকল্পনা করছে ফিলিস্তিন কর্তৃপক্ষ।

এ ব্যাপারে ফিলিস্তিন কর্তৃপক্ষের জ্যেষ্ঠ উপদেষ্টা নাবিল সাথ জানান, ডোনাল্ড ট্রাম্পের ইসরায়েল সম্পর্কিত নীতি থেকে সরে আসতে এবং জেরুসালেমকে ইসরায়েলের রাজধানী মেনে সেখানে দূতাবাস রাখার সিদ্ধান্ত থেকে সরে এসে দূতাবাস তেল আবিবে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে গোপনে যোগাযোগে করছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

তিনি আরও বলেন, ওয়াশিংটনে ফিলিস্তিনের কূটনৈতিক মিশন পুনরায় চালু করা এবং রামাল্লাহ এবং ইউএনডব্লিউআর’এর জন্য মার্কিন সহায়তা নবায়ন করা দরকার। এছাড়া, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা মধ্যস্থতা করার সময় ২০১৬ সালে যে অগ্রগতি হয়েছিল, সেই আলোচনা আবারও শুরু করা দরকার।

আনন্দবাজার/টি এস পি 

সংবাদটি শেয়ার করুন