ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্টের সাথে আগের সম্পর্কে ফিরবে না ইউরোপ!

মার্কিন যুক্তরাষ্টে জো বাইডেন নির্বাচিত হওয়ার পরও ইউরোপীয় ইউনিয়ন আগের মতো দেশটির সাথে সম্পর্কে জড়াবে না বলে মন্তব্য করেছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ ইভস লা দ্রিয়াঁ। ইউরোপ-ওয়ান চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

তিনি জানান, গত চার বছরে বিশ্ব অনেক বদলে গেছে। আমরা আর আমেরিকার সঙ্গে ট্রান্স-আটলান্টিক সেই ঘনিষ্ঠ সম্পর্কে ফিরবো না। ইউরোপ এখন নিজেই তার শক্তি নিয়ে দাঁড়িয়েছে। ইউরোপ নিজেকে এখন একটি শক্তিই মনে করে।

তবে বিশ্লেষকদের মতে, জো বাইডেন যুক্তরাষ্টের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ইউরোপের জন্য বিরাট বড় ধরনের মুক্তি। কারণ তারা গত চার বছর ট্রাম্প প্রশাসনের সঙ্গে মারাত্মকভাবে টানাপড়েনের মধ্যে ছিল। ট্রাম্পের আমলে যুক্তরাষ্টের সঙ্গে ইউরোপের সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে।

এ ব্যাপারে ইউরোপের অনেকেই মনে করেন যে, যেহেতু বাইডেন আট বছর ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তিনি ইউরোপের সবার সাথে পরিচিত সেক্ষেত্রে যুক্তরাষ্টের সঙ্গে ইউরোপের সম্পর্ক আবার উন্নত হবে। তারা বলেন, জো বাইডেন শুধু একজন অভিজ্ঞ ব্যক্তি নন বরং তিনি যুক্তিপূর্ণ মানুষও বটে।

আনন্দবাজার/টি এস পি 

সংবাদটি শেয়ার করুন