ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

‘জো বাইডেন’ এর মাথা খারাপ- কঙ্গনার টুইট

সব নিয়ে টুইট করা কঙ্গনা রানাউতের চারিত্রিক বৈশ্বিষ্ট্য। এবার আমেরিকার নির্বাচিত নতুন প্রেসিডেন্ট জো বাইডেনকে নিয়ে আমিরের গজনির চরিত্রের সঙ্গে তুলনা করে এক টুইট করেছেন বলিউডের কুইন গার্ল।

ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, এই খবর জানার পর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি লেখেন, ‘গজনী বাইডেন সম্পর্কে নিশ্চিত নই। কারণ তার ডেটা পাঁচ মিনিট পর পর ক্র্যাশ করে। তাকে যেসব ইনজেকশন দেয়া হয়েছে সেগুলোর কোনোটার প্রতিক্রিয়াই এক বছরের বেশি টিকবে না। ফলে এটা স্পষ্ট যে, কমলা হ্যারিসকেই সবটা সামলাতে হবে।’

কঙ্গনা আরও লিখেছেন যে, ‘যখন একজন নারী ওপরে ওঠেন, তিনিই অন্য নারীদের পথ দেখিয়ে দেন। এই ঐতিহাসিক দিনে আনন্দ করুন।’

‘গজনি’ সিনেমায় আমির কিছুক্ষণ পরপরই আগের সব স্মৃতি ভুলে যেতেন। জো বাইডেনের বয়স নিয়ে কটাক্ষ করেই তাকে ‘গজনি’ ছবির আমিরের সঙ্গে তুলনা করেছেন কঙ্গনা। তার মতে, পাঁচ মিনিট পরপরই স্মৃতিভ্রম হয় বাইডেনের। আর তাই সবকিছু সামলাতে হবে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকেই।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন