ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বিমানের টিকিট দিবে বিকাশ

‘গো জায়ান’ এর মাধ্যমে বিকাশ গ্রাহকরা এখন থেকে বিমানের টিকিট কাটাতে পারবে। এছাড়াও বিকাশ অ্যাপের মাধ্যমে গ্রাহকরা বিভিন্ন হোটেলের রুম বুকিং করতে পারবেন। 

হোটেল বুকিং ও বিমানের টিকিটিং সেবা দিতে বিকাশ অ্যাপ তাদের সর্বশেষ সংস্করণে ‘গো জায়ান’ যুক্ত করেছে। ‘গো জায়ান’ এর সঙ্গে ‘বিডিটিকিটস’ ও ‘ফ্লাইট এক্সপার্ট’ এর সেবাও প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইট বা অ্যাপে না গিয়ে বিকাশ অ্যাপেই নেয়া সম্ভব হবে।

টিকেট কাটতে বিকাশ অ্যাপের হোমস্ক্রিনের ‘টিকেট’ আইকন থেকে বিমান/বাস/ট্রেন/লঞ্চ অপশন বেছে নিবেন। পরবর্তী কয়েকটি সহজ ধাপে গন্তব্যের ও যাত্রীর বিস্তারিত তথ্য দিতে হবে। সবশেষে বিকাশ পিন দিয়ে বাড়তি কোনও খরচ ছাড়াই টিকিট কাটতে পারবেন।

বিকাশ অ্যাপে হোটেল বুকিং দেয়ার ক্ষেত্রে হোমস্ক্রিনের ‘মোর’ অপশন থেকে ‘ট্রাভেল’ আইকনে গিয়ে ‘গো জায়ান’ নির্বাচন করবেন। পরবর্তী কয়েকটি ধাপে পছন্দের হোটেল বা রিসোর্ট, সময় ইত্যাদি নির্বাচন করে বুকিং দেয়া যায় হোটেলের রুম।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন