ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আগামী দশকে কয়লা উত্তোলন কমবে কলম্বিয়ায়

খনিজ পণ্য কয়লা রফতানিতে শীর্ষে কলম্বিয়া। দেশটি কয়লার উত্তোলন আগামী দশকে ২৮.৪ শতাংশ কমে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও জ্বালানি পণ্যটির বর্ধিত দাম রফতানি ঘাটতির বিষয়টি পুষিয়ে দেবে বলে আশা করা হচ্ছে। দেশটির সরকারের এক পূর্বাভাসে এ তথ্য জানা গেছে।

খনি থেকে আহরিত পণ্যের মধ্যে সবচেয়ে বেশি কয়লা রফতানি করে লাতিন আমেরিকান দেশ কলম্বিয়া, ২০৩০ সাল নাগাদ যার বার্ষিক উত্তোলন কমে দাঁড়াবে বছরে ৫ কোটি ৩০ লাখ টনে। আর চলতি বছর উত্তোলন হবে ৭ কোটি ৪০ লাখ টন। তবে কয়লার বর্তমান বাজারমূল্য টনপ্রতি ২৯ ডলার হলেও সেটি বেড়ে ২০৩০ সাল নাগাদ পৌঁছবে ৪৬ ডলারে। ফলে উত্তোলন কম হলেও রাজস্ব আহরণে পিছিয়ে থাকবে না দেশটি।

সরকারের পূর্বাভাসে বলা হয়, জ্বালানি তেল ও খনিজ পর্দাথ থেকে কলম্বিয়ার রাজস্ব ২০৩০ সাল নাগাদ পৌঁছবে ৯ দশমিক ৪ ট্রিলিয়ন পেসোতে (২৪৬ কোটি ডলার), চলতি বছর যা প্রাক্কলন করা হয়েছে ৭ দশমিক ৭ ট্রিলিয়ন পেসো।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন