ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আর্জেন্টিনার ভূট্টা উৎপাদন হ্রাসের শঙ্কা

আর্জেন্টিনায় এবারের মৌসুমে আবহাওয়া আগের সময়ের তুলনায় বেশি শুষ্ক থাকায় কৃষিপ্রধান এলাকাগুলোয় পানি সংকট দেখা দিয়েছে। আর এ অবস্থাতে কমে আসতে পারে আর্জেন্টিনার ভুট্টা উৎপাদন।

মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচার সার্ভিসের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০-২১ মৌসুমে আর্জেন্টিনায় কৃষিপণ্যটির উৎপাদন আগের মৌসুমের তুলনায় ৪ শতাংশ কমার সম্ভাবনা রয়েছে।

এর জের ধরে এবারের মৌসুমে দেশটি থেকে ভুট্টা রফতানি আগের মৌসুমের তুলনায় ৪০ লাখ টন কমে যেতে পারে। আর্জেন্টিনায় ভুট্টা উৎপাদন ও দেশটি থেকে কৃষিপণ্যটির রফতানি কমার পেছনে প্রতিকূল আবহাওয়াকে চিহ্নিত করেছে প্রতিষ্ঠানটি।

ইউএসডিএ’র প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০-২১ মৌসুমে আর্জেন্টিনায় সর্বমোট ৪ কোটি ৮০ লাখ টন ভুট্টা উৎপাদন হতে পারে, যা আগের মৌসুমের তুলনায় ৪ শতাংশ কম। ২০১৯-২০ মৌসুমে দেশটিতে মোট পাঁচ কোটি টন ভুট্টা উৎপাদন হয়েছিল। সেই হিসাবে এক মৌসুমের ব্যবধানে আর্জেন্টিনায় ভুট্টা উৎপাদন কমতে পারে ২০ লাখ টন।

ইউএসডিএর প্রতিবেদনে আরো বলা হয়েছে, উৎপাদন কমে আসায় এ পরিস্থিতিতে সম্ভাব্য ঝুঁকি হ্রাস করতে আর্জেন্টিনার কৃষকরা ভুট্টার বিকল্প হিসেবে সয়াবিন উৎপাদনে ঝুঁকতে পারেন। কেননা সয়াবিন উৎপাদনে বিনিয়োগ করতে হয় তুলনামূলক কম। বাজারে দাম পাওয়া যায় ভালোই। আর্থিক লোকসানের ঝুঁকিও সীমিত।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন