ঢাকা | শুক্রবার
১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

নতুন দু’টি ফোন আনছে শাওমি

রেডমি সিরিজের নতুন দু’টি ৫জি স্মার্টফোন বাজারে আনছে শাওমি। ফোনগুলো হচ্ছে, রেডমি নোট ৯ ৫জি এবং রেডমি নোট ৯ প্রো ৫জি। তবে এই ফোন দু’টির ব্যাপারে বিস্তারিত কিছু জানাইয়নি শাওমি। তবে ফোন দু’টির একাধিক লুক এবং ফিচার্স ফাঁস হয়েছে চীনের সার্টিফিকেশন ওয়েবসাইট টিইএনএএ লিস্টিংয়ে।

ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, নতুন রেডমি ৫জি ফোন দুইটির মডেল নম্বর এম২০০৭১৭সি এবং এম২০০৭জে২২সি।

৬.৫৬ ইঞ্চির আইপিএস এলসিডি ফুল এইচডি প্লাস ডিসপ্লে থাকছে রেডমি নোট ৯ ৫জি স্মার্টফোনে। ফোনের উপরের বাঁ দিকে রয়েছে পাঞ্চ-হোল ডিজাইন। ফোনটির স্ক্রিনের অ্যাসপেক্ট রেশিও ২০:৯। ডিভাইসটিতে থাকছে ৪৯০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি।

থ্রি সি সার্টিফিকেশন সাইট জানায়, এই ব্যাটারি ২২ ওয়াটের ফাস্ট চার্জিং দিতে সক্ষম। ফোনটি অ্যানড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে চলবে।

ফোনটি ৪, ৬ ও ৮ জিবি র‌্যাম ভার্সনে বাজারে পাওয়া যাবে। ফোনটির পিছনে রাউন্ড শেপড ক্যামেরা মডিউল রয়েছে। যেখানে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সিস্টেম। এবং ফোনের সামনে রয়েছে সেলফির জন্য ১৩ মেগাপিক্সেলের একটি ক্যামেরা।

আনন্দবাজার/ টি এস পি

সংবাদটি শেয়ার করুন