ব্যাচেলর পয়েন্ট নাটক থেকে বাদ পড়লেন শামীম ও তৌসিফ। ইতোমধ্যে নাটকটির দ্বিতীয় কিস্তি শেষ হয়েছে। বর্তমানে প্রচার চলছে তৃতীয় কিস্তির। তবে নাটকের পূর্বের ২ সিরিজের অভিনেতা তৌসিফ মাহবুব ও শামীম হাসান সরকার থাকছেন না নতুন সিরিজে।
একটি সূত্র হতে জানা গেছে, মূলত গল্পের কারণেই বাদ পড়েছেন ২ জন। কিন্তু অন্য একটি সূত্র বলছে, ব্যক্তিগত কারণে এ দুই অভিনেতা নাটকটি ছেড়ে দিয়েছেন।
২০১৮ সালে চ্যানেল নাইনে প্রথম প্রচারিত হয় ‘ব্যাচেলর পয়েন্ট’। শুরু থেকেই ধারাবাহিকের নেহাল ও আরিফিন চরিত্রে অভিনয় করছেন তৌসিফ মাহবুব ও শামীম হাসান সরকার।
কিন্তু নতুন সিরিজে কেন এ দুই অভিনেতা বাদ যাচ্ছেন, জানতে চাইলে নির্মাতা ও রচয়িতা কাজল আরিফিন বলেন, গল্পে নতুনত্ব আনতে চরিত্র দুটি আর রাখা হয়নি। তার মতে, ব্যাচেলর বন্ধুরা নানা কারণে সব সময়ই একসাথে থাকেন না। সেটাই আগামী পর্বে দেখা যাবে।
তৌসিফ জানান, এ ব্যাপার নিয়ে এই মুহূর্তে কথা বলতে চাই না। বলতে গেলে অনেক কথা বলতে হবে।
অন্যদিকে শামীম হাসান জানান, তিনি নিজেই নাটকটি থেকে সরে যাচ্ছেন। ব্যাচেলর পয়েন্ট’ ও ‘ফ্যামিলি ক্রাইসিস’ নামে দুটি ধারাবাহিকে কাজ করছেন তিনি। পরেরটিতে পর্যাপ্ত সময় দিতে পারছিলেন না। তাই নির্মাতার সম্মতিতেই নাটক থেকে সরে এসেছি। কারণ, সিরিয়াল, একক নাটক একসাথে সব করতে সমস্যা হয়ে যাচ্ছিল। পরিবারকে সময় দিতে পারছিলাম না। নিজের কাজগুলো করা হচ্ছিল না। আমার ফ্যামিলির সিদ্ধান্ত নিয়েই আমি নাটকটি ছেড়েছি।
নির্মাতা কাজল আরিফিন বলেন, ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন এই কিস্তিতে থাকছে কিছু চমক। সেখানে ককটেল বাবু নামে একটি চরিত্রে অভিনয় করছেন সুমন পাটোয়ারী। এ ছাড়া বোরহান নামে অন্য একটি চরিত্রে যোগ হচ্ছে। বাকি চরিত্রগুলো সবই ঠিক থাকছে।
আনন্দবাজার/এইচ এস কে