মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে এখন পর্যন্ত প্রাপ্ত ভোটে জয়ী হয়েছেন জো বাইডেন। দেশটির ডিসিশন ডেস্ক বাইডেনকে আপাতত প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত ঘোষণা করেছে। এতে ভারতীয় বংশদ্ভূত কমলা হ্যারিসন হচ্ছেন প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট।
৫৫ বছর বয়সী কমলা যুক্তরাষ্ট্রের প্রধান দুই দলের মধ্যে প্রথম কৃষ্ণাঙ্গ নারী ও প্রথম এশীয় বংশোদ্ভূত হিসেবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচন করে জয়ী হয়েছেন।
জয়ী হওয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্রের আড়াইশ’ বছরের ইতিহাস ভেঙ্গে নতুন এক ইতিহাস গড়েছেন তিনি। ক্যালিফোর্নিয়ার সাবেক এই সিনেটর ইতিহাসে প্রথম কোনো কৃষ্ণাঙ্গ নারী ভাইস প্রেসিডেন্ট হলেন।
এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে মাত্র দুইজন নারী ভাইস প্রেসিডেন্ট পদে লড়েছিলেন। ২০০৮ সালে রিপাবলিকান পার্টির হয়ে সারা পলিন এবং ১৯৮৪ সালে ডেমোক্রেটিক পার্টির হয়ে জেরালডিন ফেরারো। তবে তারা কেউই নির্বাচিত হতে পারেননি।
১৯৬৪ সালের ২০ অক্টোবর ক্যালিফোর্নিয়া রাজ্যের ওকল্যান্ডে জন্মগ্রহণ করেন কমলা হ্যারিস। পিতা ডোনাল্ড জে হ্যারিস জ্যামাইকান বংশোদ্ভূত এবং মা ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান। কমলা প্রথম কৃষ্ণাঙ্গ নারী এবং দক্ষিণ এশীয় বংশোদ্ভূত হিসেবে ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেলে দায়িত্ব পালন করেন।
আনন্দবাজার/টি এস পি