ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

মিয়ানমারে নির্বাচনে ভোটগ্রহণ শুরু

সকাল থেকে মিয়ানমারে সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। দীর্ঘ ৫০ বছরের সামরিক শাসনের অবসান ঘটানোর পর গণতান্ত্রিক জমানায় এটি দেশটির দ্বিতীয় সাধারণ নির্বাচন।

এবারের নির্বাচনে মোট ভোটার ৩ কোটি ৭০ লাখ। তবে নির্বাচন থেকে বাইরে রাখা হয়েছে রোহিঙ্গাসহ সংখ্যালঘু জনগোষ্ঠীর ২৬ লাখ মানুষকে। এর আগে, ২০১৫ সালে দেশটির স্টেট কাউন্সেলর অং সান সু চি’র ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি ক্ষমতায় আসে। ধারণা করা হচ্ছে, এবারও ক্ষমতায় আসতে যাচ্ছে সু চির দল।

রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচিত হন সু চি। এমনকি আন্তর্জাতিক আদালতে গণহত্যার অভিযোগও ওঠে শান্তিতে নোবেলজয়ী নেত্রী’র বিরুদ্ধে। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনাবাহিনীর অমানবিক নির্যাতনে বাংলাদেশে আশ্রয় নেয় প্রায় সাড়ে ৭ লাখ রোহিঙ্গা।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন