ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

হঠাৎ বাড়ল কাঁচামরিচের দাম

দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে হুট করে কাঁচামরিচের দাম বাড়তে শুরু করেছে। মাত্র একদিনের ব্যবধানে আমদানি করা কাঁচামরিচের দাম কেজিতে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে। 

ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে আমদানি কম হওয়ায় হিলির পাইকারি বাজারে পণ্যটির দাম বাড়তে শুরু করেছে।

গতকাল হিলির পাইকারি আড়তগুলো ঘুরে দেখা যায়, ভারত থেকে আমদানি করা প্রতি কেজি কাঁচামরিচ মানভেদে ১১০-১২০ টাকায় বিক্রি হচ্ছে। একদিন আগেও আমদানি করা এসব পণ্য কেজিপ্রতি ৭৫-৮০ টাকায় বিক্রি হয়েছিল।

হিলি স্থলবন্দরের আমদানিকারক আনোয়ার হোসেন বলেন, দেশের বাজারে কাঁচামরিচের সরবরাহ স্বাভাবিক ও দাম হাতের নাগালে রাখতে এ স্থলবন্দর দিয়ে কিছুদিন ধরেই ভারত থেকে কাঁচামরিচ আমদানি অব্যাহত রয়েছে। সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে নতুন করে কাঁচামরিচ উঠতে শুরু করায় বাজারে সরবরাহ বেড়ে গেছে। ফলে হিলির আমদানিকারকরা পণ্যটির আমদানি আগের তুলনায় কমিয়ে দিয়েছেন। তবে চাহিদার তুলনায় আমদানি বেশি কমায় গতকাল হঠাৎ করে বেড়েছে ভারতীয় কাঁচামরিচের দাম।

হিলি স্থলবন্দর কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত বুধবার এ স্থলবন্দর দিয়ে ভারত থেকে ২১টি ট্রাকে ২২৪ টন কাঁচামরিচ আমদানি হয়েছে। তবে এর পরের দিন ১৩টি ট্রাকে সাকল্যে ১২৬ টন কাঁচামরিচ আমদানি হয়েছে।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন