ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ের পিঁড়িতে সেই ছোট্ট সর্দার

বলিউডের সুপারহিট ‘কুছ কুছ হোতা হ্যায়’ ফিল্মের জনপ্রিয় চরিত্র ছিলেন ‘সাইলেন্ট সর্দার’। ফিল্মের পুরোটিতেই শাহরুখ, কাজল আর রানি মুখার্জির আকাশের তারা গুনতে ব্যস্ত ছিল সাইলেন্ট সর্দার। এবার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তিনি।

সাইলেন্ট সর্দারের আসল নাম পরজান দস্তুর। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই বিয়ের খবর দিয়েছেন ২৯ বছরের পরজান। সাথে ছিল বান্ধবীর সঙ্গে হাসিমুখের ছবি। বান্ধবীর নাম ডেলনা স্রফ। ২০২১ সালের ফেব্রুয়ারিতেই বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন তারা।

মুম্বাইয়ের এক পার্সি পরিবারে জন্মগ্রহণ করেছে পরজান। মা-বাবার এবং ভাইয়ের সাথে সেখানেই থাকেন তিনি। এইচ আর কলেজ অব কমার্স অ্যান্ড ইকনমিক্স থেকে স্নাতক করেছে পরজান।

ডেলনার সাথে পরজানের বন্ধুত্ব কলেজে পড়ার সময় থেকে। ডেলনা পেশায় একটি প্রাইভেট ফার্মের অ্যাসোসিয়েট ক্রিয়েটিভ ডিরেক্টর।

‘কুছ কুছ হোতা হ্যায়’ ছিল পরজানের প্রথম ছবি। মোহাব্বতেঁ, জুবেইদা, কভি খুশি কভি গম ছবিতেও ছিল পরজান। নিজের লেখা ‘পকেটমানি’ নামে একটি শর্ট ফিল্মও প্রযোজনা করেছেন তিনি। এছাড়া খুব ভাল পিয়ানোও বাজান পরজান।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন