মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটের লড়াইয়ে পিছিয়ে পড়েছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে আইনি লড়াইয়ের পথে হাটছেন তিনি।
আজ শনিবার এক টুইটে ট্রাম্প বলেন, বাইডেনের বেআইনিভাবে প্রেসিডেন্টের অফিস দাবি করা উচিত নয়। এটা আমিও করতে পারি। আইনি লড়াই মাত্র শুরু হলো। কিছুক্ষণ পর আরেকটি টুইটে ট্রাম্প বলেন, নির্বাচনের রাত অবধি এসব অঙ্গরাজ্যে আমার বড় নেতৃত্ব ছিল। দিন এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সেগুলো অলৌকিকভাবে অদৃশ্য হয়ে গেছে। আমাদের আইনি কার্যক্রম এগিয়ে গেলে এই লিডগুলো ফিরে আসতে পারে!
এর আগে, জর্জিয়ার ভোট নিয়ে তিনি বলেন, এ রাজ্যের হারিয়ে যাওয়া সামরিক ভোটগুলো কোথায়? সেগুলোর কী হয়েছে? এর আগে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, নির্বাচনে এত সহজে হার মেনে নেবেন না তিনি। প্রয়োজনে আদালতে যাবেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট এখনও গণনা হচ্ছে। ফল বাকি থাকা পাঁচটি রাজ্যের মধ্যে তিনটিতেই এগিয়ে আছেন ড্যামোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন। এখন পর্যন্ত ২১৪টি ইলেকটরাল ভোট পেয়েছেন ট্রাম্প। অন্যদিকে ২৬৪টি ইলেকটরাল ভোট পেয়ে এগিয়ে আছেন জো বাইডেন।
আনন্দবাজার/ টি এস পি