ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ট্রাম্পকে একা করে দূরে সরে যাচ্ছেন অনেকেই

ট্রাম্পকে একা করে দূরে সরে যাচ্ছেন অনেকেই

নির্বাচনের ফলাফল যতই ঘনিয়ে আসছে ট্রাম্পকে একা করে দূরে সরে যাচ্ছেন অনেকেই। নির্বাচনে পিছিয়ে পড়ার ইঙ্গিত পেয়েই তার পক্ষ ত্যাগ করতে শুরু করেছেন হোয়াইট হাউসের অনেক জ্যেষ্ঠ কর্মকর্তা। এমনকি ট্রাম্পের নির্বাচনি প্রচার শিবিরের কয়েকজন কর্মকর্তাও তার কাছ থেকে দূরে সরে যাচ্ছেন। খবর সিএনএন।

তাদের প্রকাশিত খবরে বলা হয়েছে, ইতোমধ্যে মার্কিন নির্বাচনে কে জয়ী হতে যাচ্ছেন, সেটি স্পষ্ট হতে শুরু করেছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত বাইডেন এগিয়ে রয়েছেন। আর এতেই হোয়াইট হাউসের অনেক জ্যেষ্ঠ কর্মকর্তারা ট্রাম্পের সঙ্গ ত্যাগ করতে শুরু করেছেন।

প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে ট্রাম্পের আর আশাবাদী হওয়ার মতো কিছু নেই বলে জানিয়েছেন তার একজন উপদেষ্টা। সিএনএন-কে তিনি বলেন, বৃহস্পতিবার হোয়াইট হাউজে ট্রাম্প যে বক্তব্য দিয়েছেন সেটি ছিল এক ধরনের মিথ্যাচার। ওই ঘটনার পর হোয়াইট হাউজের অনেক কর্মকর্তা তাদের বিভাগীয় প্রধানদের কাছে ট্রাম্পের পরবর্তী করণীয় নিয়ে নিজেদের উদ্বেগের কথা জানান।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন