তিন সুইং স্টেটের শেষ মুহূর্তের ফলাফলে এগিয়ে আছেন জো বাইডেন। ট্রাম্পের করা মামলাগুলোর কারণে ফল আদালতে ঝুলে না গেলে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন জো বাইডেন। ফল ঝুলে থাকার সময়ে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য জো বাইডেনকে সম্ভাব্য প্রেসিডেন্ট ধরে নিয়ে তার নিরাপত্তা জোরদার করা হচ্ছে।
ডেলাওয়ারের উইলমিংটনে বাইডেনের বাড়ির ওপর নো ফ্লাই জোন বা বিমান চলাচলে নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়েছে। ডেলাওয়ারের উইলমিংটনে একটি কনভেনশন সেন্টার থেকেই এবার নির্বাচনী প্রচার এবং ভোট পর্যবেক্ষণ করেছেন বাইডেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগ গতকাল ঘোষণা দিয়েছে, জো বাইডেনের নিরাপত্তা বাড়ানো হচ্ছে। বাইডেনের নিরাপত্তায় কয়েকজন গোয়েন্দাকেও নিয়োগ দেওয়া হয়েছে।
ওয়াশিংটন পোস্টসহ যুক্তরাষ্ট্রের কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, বাইডেনের প্রচার শিবির থেকে তার নিরাপত্তা জোরদারের জন্য অনুরোধ করা হয়েছিল। তারপরই বাইডেনের নিরাপত্তা জোরদার করতে এজেন্ট বাড়ানোর সিদ্ধান্ত নেয় গোয়েন্দা সংস্থা । এ বিষয়ে সংস্থাটির মুখপাত্র ক্যাথেরিন মিলহয়েন জানান, বাইডেনের জন্য বর্ধিত নিরাপত্তা আয়োজন কেমন হবে, তা নিয়ে তথ্য দেওয়ার সুযোগ নেই সংস্থার।
আনন্দবাজার/টি এস পি