ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

৯ মাসে উবারের ক্ষতি ৫.৮ বিলিয়ন ডলার

সারা বিশ্বব্যপী প্রাণঘাতী মহামারি করোনাসহ নানা ক্ষতির তান্ডব লীলায় গত ৯ মাসে ৫.৮ বিলিয়ন ডলার জনপ্রিয় ক্ষতির মুখে পড়েছে রাইড শেয়ারিং কোম্পানি উবার।

সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানটির দেয়া এক আর্থিক বিবরণীতে দেখা যাচ্ছে, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানির রাজস্ব এসেছে ৩.১ বিলিয়ন ডলার; যা গত বছরের একই সময়ের তুলনায় এই আয় ১৮ শতাংশ কম। এর মধ্যে উবারের রাইড শেয়ারিং থেকে আয় কমেছে ৫৩ শতাংশ তবে একই সময়ে কোম্পানিটির খাদ্যপণ্য সরবরাহ থেকে আয় বেড়েছে ১২৫ শতাংশ।

এদিকে, মার্কিন গণমাধ্যম সিএনএন এর তথ্যমতে, উবারের অর্থ বিষয়ক প্রধান কর্মকর্তা নেলসন সাই প্রতিষ্ঠানটির ঘুরে দাঁড়ানোর আত্মবিশ্বাসের কথা জানিয়েছেন। তিনি জানান, উবার আত্মবিশ্বাসী যে আগামী বছর শেষ হওয়ার আগেই প্রতিষ্ঠানটি লাভজনক অবস্থানে চলে আসবে।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন