প্রজনন মৌসুমের ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে রাজধানী ঢাকার বাজারে আসতে শুরু করেছে জাতীয় মাছ ইলিশ। তাবে দামও দেখা গেছে ভরা মৌসুমের মতোই।
আজ শুক্রবার রাজধানীর বড়বাগ ও মিরপুর শাহ আলী কিচেন মার্কেটে বিভিন্ন আকারের ইলিশ প্রতি কেজি ৭০০-৮০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। দীর্ঘদিন পরে বাজারে ইলিশ উঠায় ক্রেতাদের বেশ আগ্রহ ছিল।
বড়বাগ বাজারে মাছ বিক্রেতা সেলিম বলেন, ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে বৃহস্পতিবার থেকে বাজারে ইলিশ আসতে শুরু করেছে। প্রতিটি ইলিশ ১২০০ গ্রামের উপরে আছে। প্রতি কেজি ৭০০-৮০০ টাকা করে বিক্রি করা হচ্ছে।
ইলিশ কিনতে আসা রবিউল বলেন, দীর্ঘদিন পর নদীতে ইলিশ ধরা শুরু হওয়ায় বাজারে নতুন পুরোনো মাছ মিলে মিশে গেছে। তাই ইলিশ কেনার সময় তাজা দেখে কেনা উচিত।
আনন্দবাজার/এম.কে