ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

পর্নো শুটিংয়ের অভিযোগে গ্রেফতার হলেন পুনম পান্ডে

বলিউডের অ্যাডাল্ট অভিনেত্রী পুনম পান্ডেকে গ্রেফতার করেছে গোয়ার কানাকোনা পুলিশ। সমুদ্র সৈকতে পর্নো ছবির শুটিং করার অভিযোগে দায়ের করা এক মামলায় তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, গোয়ার কানাকোনা এলাকার চাপোলি সৈকতে সম্প্রতি পর্নো ছবির শুট করেন পুনম পান্ডে। ফলে এ অভিযোগে অভিনেত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করে গোয়া ফরওয়ার্ড পার্টি। মামলায় গোয়ার নারীদের প্রতি সম্মানহানির অভিযোগ আনা হয়েছে। এ অভিযোগের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার তাকে গ্রেফতার করে পুলিশ।

এফআইআর দায়েরের পর গত বুধবার গোয়ায় স্বামীর সাথে করওয়া চৌথও পালন করেন অভিনেত্রী। করওয়া চৌথ পালনের কয়েক ঘণ্টার মধ্যেই এবার পুনম পান্ডেকে গ্রেফতার করল পুলিশ।

আরও জানা গেছে, ওই ভিডিওর একটি টিজার পুনম নিজের ইনস্টাগ্রামেও শেয়ার করেছিলেন। ভিডিওটি মুহূর্তে ভাইরালও হয়ে যায়। এর পরেই পুনমের নামে পুলিশের কাছে এফআইআর দায়ের করা হয়।

উল্লেখ্য, ঘটনায় কানাকোনা পুলিশ স্টেশনের ইন্সপেক্টর ইনচার্জকেও সাসপেন্ড করা হয়েছে।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন