এখনো নিশ্চিত নয় কে হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। যদিয়ও বাইডেনের জয়ের পাল্লা ভারি । ভোট গণনায় রং পাল্টাচ্ছে বার বার। নির্বাচনের শেষ মুহুর্তে ঝুলে আছে ছয় রাজ্যের ফল প্রকাশ। রাজ্যগুলো হলো নেভাডা, আলাস্কা, পেনসিলভানিয়া, অ্যারিজোনা, নর্থ ক্যারোলাইনা, জর্জিয়া।
এখন পর্যন্ত পাওয়া ফলে ২৬৪ টি ইলেকটোরাল ভোট পেয়ে এগিয়ে বাইডেন। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন রিপাবলিকান প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৩টি ইলেকটোরাল ভোট। তবে, এত কিছুর পরও, নিশ্চিত হয়ে বলা যাচ্ছে না কে হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট।
নেভাডা ও অ্যারিডোনায় এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। অন্যদিকে আলাস্কা, পেনসিলভানিয়া, নর্থ ক্যারোলাইনা, জর্জিয়ায় এগিয়ে ক্ষমতাসীন ডোনার্ড ট্রাম্প। ভোট গণনা থামাতে জর্জিয়া, পেনসিলভেইনিয়া, উইসকনসিন ও মিশিগানে মামলা করেছে ট্রাম্পের প্রচার শিবির। আদালত হস্তক্ষেপ করলে চূড়ান্ত ফল পেতে কয়েক সপ্তাহও লেগে যেতে পারে।
আনন্দবাজার/শহক