ঢাকা | বৃহস্পতিবার
১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

লকডাউনে লন্ডন, শহর ছাড়ছে হাজার হাজার মানুষ

ফের মহামারী নভেল করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় লকডাউনে যাচ্ছে লন্ডন। কড়াকড়ি লকডাউন এড়াতে লন্ডন শহর ছাড়ছেন হাজার হাজার মানুষ। এতে ছোট বড় মিলিয়ে আড়াই হাজারেরও বেশি জ্যামে আটকে আছে লন্ডন। এতে মোট জ্যামের দৈর্ঘ্য হয়েছে ১২০০ মাইল।

ট্রাফিক জ্যাম ৮ মাইলেরও বেশি ছড়িয়েছে নর্থ সার্কুলারে। লন্ডনের মোট ২৪টি শহরের মধ্যে ১৬ টিতেই সবচেয়ে বেশি গাড়ির চাপ।

৫ মিনিটের পথ যেতে ন্যূনতম ২ ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে বলে জানিয়েছেন একজন চালক। এছাড়া গাড়ির চালকদের মধ্যে অনেকে হতাশা জানিয়ে জ্যামের ছবি দিয়ে টুইট করছেন।

এই লকডাউন আগামি মাস পর্যন্ত চলতে পারে বলে শংকা করছেন শহরটির বাসিন্দারা। তবে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানান, লকডাউন সত্ত্বেও আসছে বড়দিনের উৎসবে মানুষ তাদের পরিবারের কাছে ফিরতে পারবে।

মহামারী নভেল করোনাভাইরাসে র্ব্রিটেনে প্রতিদিনই বাড়ছে নতুন আক্রান্ত ও মৃতের সংখ্যা। গত বুধবার দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৯২ জন।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন