ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

এবার হচ্ছেনা কেন্দ্রীয় আয়কর মেলা

এবার আয়কর মেলা হচ্ছে না। করোনা সংক্রমণ রোধে এবার কেন্দ্রীয়ভাবে মেলা না করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

তবে, পয়লা নভেম্বর থেকেই দেশের সব কর অঞ্চলে অনুষ্ঠিত হচ্ছে মেলার আদলেই ‘মিনি করমেলা’।

‘মিনি’ করমেলায় অল্প সময়েই করদাতারা রিটার্ন দাখিল করতে পারছেন। শুধু রিটার্ন দাখিল নয়, মুহূর্তের মধ্যে কর সংক্রান্ত সেবা, রিটার্ন পূরণ ও ই-টিআইএন সেবা দেওয়া হচ্ছে। বিনামূল্যে দেওয়া হচ্ছে রিটার্ন ফরম, চালান ফরম, আয়কর পরিপত্র ও নির্দেশিকা।

ঢাকাসহ সারাদেশের প্রতিটি কর অঞ্চলে এ সেবা পাচ্ছেন করদাতারা। এছাড়া, করদাতাদের মধ্যে অনেকেই ভোগান্তি ও করোনার সংক্রমণ এড়াতে বিকাশ, নগদ, রকেট, ইউক্যাশসহ ছয়টি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে কর পরিশোধ করতে দেখা গেছে।

করোনা সংক্রমণ রোধে শারীরিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরিধান বাধ্যতামূলক করেছে এনবিআর।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন