ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মাওয়া আড়তে বৃদ্ধি পেয়েছে ইলিশের সরবরাহ ও দাম

মাওয়া মৎস্য আড়তে সম্প্রতি বৃদ্ধি পেয়েছে ইলিশের সরবরাহ। কিন্তু চাহিদার তুলনায় মাছ কম হওয়াতে মূল্য অনেক বেশি পড়ছে বলে জানিয়েছেন ক্রেতারা।

সরেজমিনে দেখা গেছে, নিষেধাজ্ঞার ২২ দিন পর ফের ব্যস্ত হয়ে উঠেছে ইলিশের হাট মাওয়া মৎস্য আড়ত। ভোরেই আড়তগুলো  পদ্মার ইলিশে হয়ে ওঠে। তবে, চাহিদা বেশি থাকায় মূল্যও অনেক বেশি হাঁকান বিক্রেতারা।

ক্রেতারা বলেন, নিষেধাজ্ঞার পূর্বে যে মাছ বিক্রি হতো ২ হাজার টাকায় বর্তমানে সেই মাছের মূল্য চাওয়া হচ্ছে ৫ হাজার টাকা।

নিষেধাজ্ঞাকালীন নজরদারি আরও বৃদ্ধি করার দাবি জানিয়েছেন মাছ ব্যবসায়ীরা। তারা জানান, মাছ ধরা নিষেধকালে কারেন্ট দিয়ে যেন কোনোভাবেই মাছ মারতে না পারে অসাধু জেলেরা। এটা বন্ধ করা গেলে ইলিশের উৎপাদন আরও বৃদ্ধি পাবে।

উল্লেখ্য, প্রায় ৫০ বছরের প্রাচীন এই হাটে ইলিশের পাশাপাশি দেশীয় ৩০ রকমের তাজা মাছের পসরা বসে।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন