ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ট্রাম্পের টুইট নিয়ে টুইটারের সতর্কতা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক টুইটের ব্যাপারে সতর্ক করে দিয়েছে টুইটার। টুইটার সতর্ক জানিয়েছে, ট্রাম্পের টুইট বার্তায় নির্বাচন নিয়ে বিভ্রান্তি সৃষ্টিকারী তথ্য থাকতে পারে। পাশাপাশি নির্বাচন নিয়ে সঠিক তথ্য খুঁজে দেখার জন্য টুইটার ব্যবহারকারীদের পরামর্শ দেওয়া হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন এক বক্তৃতায় বিজয়ের ব্যাপারে আশাবাদী বলে জানিয়েছেন। তিনি সবাইকে ভোট গণনা পুরোপুরি শেষ না হওয়ার পর্যন্ত অপেক্ষা করার আহবান জানিয়েছেন।

এর কিছুক্ষণের মধ্যেই এক টুইট বার্তায় রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তারা (ডেমোক্র্যাট) আমাদের বিজয় চুরি করার চেষ্টা করছে। আমরা তাদের সেটা কখনোই করতে দেব না। নির্বাচন শেষ হওয়ার পরে ভোট গ্রহণ হতে পারে না।

ওই টুইটের ব্যাপারেই সতর্ক করল টুইটার। পুরো নির্বাচনের সময় জুড়েই ভোট চুরির নানা অভিযোগ তুলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে অভিযোগের পক্ষে কোন তথ্যপ্রমাণ দেননি তিনি।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন