মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের গুরুত্বপূর্ণ রাজ্য ফ্লোরিডা। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর এ রাজ্যে জয়ী হলেন রিপাবলিকান প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডায় ২৯টি ইলেকটোরাল ভোট পেয়েছেন ট্রাম্প।
ফ্লোরিডায় এগিয়ে থাকা মানে জয়ের পথে একধাপ এগিয়ে যাওয়া। ১৯৬৪ সালের পর থেকে দেশটিতে নির্বাচিত সকল প্রেসিডেন্ট ফ্লোরিডায় জিতেছিলেন, তবে ব্যতিক্রম ছিলেন মাত্র একজন প্রেসিডেন্ট। ২০১৬ সালেও এই রাজ্যে জয় পেয়েছিলেন ট্রাম্প।
মার্কিন সংবাদ সংস্থাগুলো জানায়, এখন পর্যন্ত ইলেকটোরাল ভোটে এগিয়ে রয়েছেন ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন।
সংবাদসংস্থা এপি জানায়, ২২৩ টি ইলেকটোরাল ভোট পেয়ে এগিয়ে রয়েছেন জো বাইডেন। প্রেসিডেন্ট ট্রাম্প পেয়েছেন ১৭৪টি ইলেকটোরাল ভোট।
মার্কিন বার্তা সংস্থাগুলো জানায়, ভোটের পরিবেশ ছিল উৎসাহপূর্ণ ও ইতিবাচক। পরিস্থিতি ছিল অনেক শান্ত। করোনাভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে ভোট প্রদান করেন আমেরিকানরা।
করোনাভাইরাস পরিস্থিতিতে এবার ভোটের আগেই ডাক যোগে আগাম ভোট দিয়েছেন ১০ কোটি ২ লাখ মানুষ। যা ২০১৬ সালের নির্বাচনের মোট ভোটারের ৭৩ শতাংশ। ধারণা করা হচ্ছে৷ এবারের নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোট পড়বে।
আনন্দবাজার/টি এস পি