মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনী ফল ঘিরে সহিংসতার আশঙ্কা রয়েছে। এ সহিংসতা এবং হামলা থেকে বাঁচতে ইতোমধ্যেই অনেক দোকান-পাট, ব্যবসা প্রতিষ্ঠান এখন থেকেই ব্যবস্থা নিতে শুরু করেছে।
বিবিসি জানিয়েছে, নির্বাচনীকে ঘিরে সহিংসতার আশঙ্কায় বিভিন্ন অঙ্গরাজ্যের বড় বড় ব্যবসা বন্ধ রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে স্যাকস, ফিফথ এভিনিউ, নোরডস্ট্রম এবং ফার্মেসি চেইন সিভিএসের মতো ব্যবসা প্রতিষ্ঠান।
এদিকে যুক্তরাষ্ট্রের দু’জন সাবেক অ্যাটর্নি জেনারেল এরিক হোল্ডার ও মাইকেল মাকাসি ভোটের ফল মেনে না নেয়ার বিরুদ্ধে হুঁশিয়ারি জানিয়েছেন। এছাড়াও যুক্তরাষ্ট্রের রাজনৈতিক নেতারা যাতে সহিংসতায় উসকানি না দিতে আহবান জানিয়েছেন তারা।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হতে হলে ইলেকটোরাল কলেজ নামে নির্বাচকমণ্ডলীর ভোটে প্রার্থীকে জিততে হয়। দেশটিতে মোট ইলেকটোরাল ভোটের সংখ্যা ৫৩৮, জয়ের জন্য প্রয়োজন হবে ২৭০টি ভোট।
আনন্দবাজার/এম.কে