ট্রাম্প সবসময় তার ধনী বন্ধু ও কাছের মানুষকে সহায়তা করবেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেন।
তিনি বলেন, ট্রাম্প তাদের অধিকার আদায়ে সোচ্চার থাকবেন। কিন্তু আমি তা না করে আপনাদের সহায়তা ও অধিকার আদায়ে সর্বদা সোচ্চার থাকবো। আজ মঙ্গলবার এক টুইটে এ কথা বলেন জো বাইডেন।
আজ মঙ্গলবার অনুষ্ঠিত হচ্ছে বহুল প্রতিক্ষীত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। আজ গোটা বিশ্বের নজর মার্কিন নির্বাচনের দিকে। কারণ বিশ্বের ক্ষমতাধর ব্যক্তিকে আজ মার্কিনিরা নির্বাচিত করবেন। হোয়াইট হাউজ দখলের এই লড়াইয়ে রয়েছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন।
বিভিন্ন জরিপে দেখা যায়, এখন পর্যন্ত এগিয়ে আছেন জো বাইডেন। বড় ব্যবধানে পিছিয়ে রয়েছেন ট্রাম্প। তবে ব্যতিক্রমী ইলেকটোরাল কলেজ ভোট পদ্ধতিতে শেষ হাসি কে হাসবেন, সেটা কেউই বলতে পারছেন না। তাই শেষ মুহূর্তে জয় নির্ধারণী সুইং বা দোদুল্যমান রাজ্যগুলোতে দৌড়ঝাঁপ করছেন দুই প্রার্থীই।
আনন্দবাজার/টি এস পি