ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কার দখলে যাবে হোয়াইট হাউজ : নির্বাচন আজ

আর মাত্র কয়েক ঘণ্টা পরই শুর হবে  যুক্তরাষ্ট্রের নির্বাচন। নানা কারণে ঐতিহাসিক হয়ে উঠছে এবারের নির্বাচন। আজ যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে গ্রহণ করা হবে ভোট। তবে ভোটের আগেই দেশটির প্রায় ৯ কোটি ভোটার ডাকে বা নির্ধারিত স্থানে হাজির হয়ে আগাম ভোট দিয়েছেন।তবে মহামারির মধ্যে এ নির্বাচন নিয়ে জটিলতা প্রকাশ্য হয়ে উঠেছে ইতোমধ্যেই।

এবার ভোটের মধ্য দিয়ে কোনও একজন প্রার্থী জয় ছিনিয়ে আনবেন, নাকি নতুন প্রেসিডেন্ট হওয়ার লড়াই শেষমেশ আদালত পর্যন্ত গড়াবে তা নিয়ে গভীর সংশয় প্রকাশ করছে মার্কিনারা।

করোনাভাইরাস পরিস্থিতিতে এবার আগাম ভোট দিয়েছেন রেকর্ডসংখ্যক মানুষ। ধারণা করা হচ্ছে, আগাম ভোটের চিত্রটির মতো ভোটকেন্দ্রে দেখা গেলে এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটারের উপস্থিতির আগের সব রেকর্ড ভাঙতে পারে।

রিপাবলিকান দলের মনোনীত প্রার্থী ও বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিপরীতে লড়ছেন ডেমোক্র্যাটিক দলের মনোনীত প্রেসিডেন্ট পদপ্রার্থী ও সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলের দিকে তাকিয়ে আছে গোটা বিশ্ব। দ্বিতীয় মেয়াদে দেশটির দায়িত্বে ট্রাম্প আসছেন নাকি প্রথমবারের মতো সর্বোচ্চ পদে জো বাইডেন আসছেন তা জানা যাবে আজই। অবশ্য ভোটগণনা করে নির্বাচনের দিনই ফলাফল ঘোষণার কথা রয়েছে।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন