অস্ট্রিয়ার সন্ত্রাসী হামলায় বন্দুকধারীসহ তিনজন নিহত হয়েছে। সোমবার (২ নভেম্বর) দেশটির রাজধানী ভিয়েনার কেন্দ্রস্থলে ইহুদী সম্প্রদায়ের এক উপাসনালয়ের সামনে এই হামলার ঘটনাটি ঘটে। এতে পুলিশ সদস্যসহ আহত হয়েছেন অন্তত ১৫ জন।
পুলিশ সুত্রে জানা যায়, প্রায় ছয়টি স্থানে একই সময় হামলা চালানো হয়েছে। অভিযুক্ত সকল হামলাকারী আটক না হওয়ায় জরুরি প্রয়োজন ছাড়া জনসাধারণকে ওই এলাকায় অবস্থান না করার নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
হামলার সময় উপাসনালয়টি বন্ধ থাকায় সেটিকে লক্ষ্য করেই এ হামলা চালানো হয়েছে কিনা সে ব্যাপারে সুনিশ্চিত করে কিছু জানা যায়নি। তবে এটিকে সন্ত্রাসী হামলা হিসেবেই বিবেচনা করছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী।
আনন্দবাজার/এহসান