ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

সূচকের উত্থানে লেনদেন শেষ

দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ সোমবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে ও সিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণও বেড়েছে।  

আজ ডিএসই প্রধান মূল্য সূচক গত দিনের চেয়ে ২১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯১৮ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১২ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট কমে ১ হাজার ৬৯৮ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ১৫৯টির শেয়ার দর বেড়েছে, ১৪৪টির দর কমেছে এবং ৫৪টির দর অপরিবর্তিত আছে। ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৮৯২ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

এদিকে আজ সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই ৮৮ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৭০ পয়েন্টে দাঁড়িয়েছে। সোমবার সিএসইতে হাত বদল হওয়া ২৬০টি প্রতিষ্ঠানের মধ্যে ১৩৩টির শেয়ার দর বেড়েছে, ৮৬টির কমেছে এবং ৪১টির দর অপরিবর্তিত আছে। এদিন সিএসইতে ৫০ কোটি ৫০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন