আগামী তিন নভেম্বর অনুষ্ঠিত হবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে শেষ মুহূর্তের জনমত জরিপগুলোতে এগিয়ে আছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।
বার্তা সংস্থা রয়টার্সের এক জনমত জরিপ থেকে জানা যায়, জো বাইডেন ৫১ শতাংশ ভোট পেয়েছেন। আর ট্রাম্প পেয়েছেন ৪৩ শতাংশ ভোট। এ জরিপ চালানো হয়েছে গত ২৭ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত।
সিএনএনের এক জনমত জরিপে দেখা যায়, ট্রাম্পের চেয়ে ১২ পয়েন্ট বেশি পেয়ে এগিয়ে আছেন বাইডেন। এবিসি নিউজ ও ওয়াশিংটন পোস্ট জানায়, ট্রাম্পের সঙ্গে ৫৩-৪১ ব্যবধানে এগিয়ে বাইডেন।
কিন্তু জরিপে পিছিয়ে থাকলেও দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোতে বাইডেনের সঙ্গে ট্রাম্পের তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে, এমন আভাস দিচ্ছে জরিপগুলো।
ফক্স নিউজের জনমত জরিপে দেখা যায়, ট্রাম্পের চেয়ে আট পয়েন্টে এগিয়ে আছেন বাইডেন। তবে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো জানায়, শহরের চিত্র যাই হোক, গ্রামীণ এলাকায় ট্রাম্পের বিশাল ভোটব্যাংক রয়েছে।
আনন্দবাজার/টি এস পি