দিনাজপুরের হিলি স্থলবন্দরে ২১ দিনে আমদানি হয়েছে ৬২ হাজার ৬৩৮ মেট্রিকটন পাথর। এই সময়ে ৩ কোটি ৬৭ লাখ ৯৩ হাজার ৭০০ টাকা রাজস্ব আদায় করেছেন বাংলাদেশ সরকার। বিষয়টি নিশ্চিত করেছেন হিলি কাস্টমস রাজস্ব কর্মকর্তা। গত অক্টোবরের ১ থেকে ২১ তারিখের মধ্যে এই মাইলফলক ছুঁয়েছে পাথর আমদানি।
হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট শেরেকুল মুন্সী বলেন, রাজশাহী বিসমিল্লাহ ফ্লাওয়ার মিল আমার এলসির মাধ্যমে ভারত থেকে পাথর নিয়ে থাকে। এ বন্দর দিয়ে ভারত থেকে বোল্ডার ও চিপ জাতের পাথর আমদানি করা হয়। বোল্ডার পাথর ১৪ ডলার ও চিপ পাথর ১৩ ডলারে কেনা হয়েছে। সম্প্রতি এ বন্দর দিয়ে ভারত থেকে পাথর আমদানি বেড়েছে।
হিলি কাস্টমস রাজস্ব কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, গত অক্টোবর মাসের ১ থেকে ২১ তারিখ পর্যন্ত ৬২ হাজার ৬৩৮ মেট্রিকটন পাথর আমদানি করেছেন আমদানিকারকরা। এ থেকে ৩ কোটি ৬৭ লাখ ৯৩ হাজার ৭০০ টাকা রাজস্ব আদায় হয়েছে। স্থলবন্দরের রেল ও স্থলপথ দিয়ে ভারত থেকে পাথর আমদানি হচ্ছে এবং পথর আমদানি স্বাভাবিক রয়েছে।
আনন্দবাজার/ডব্লিউ এস