ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আবারও ফ্রান্সে গির্জায় হামলা, গুলিবিদ্ধ পাদ্রী

আবারও ফ্রান্সের লিঁওতে একটি গির্জায় হামলা চালানো হয়েছে। এতে গুলিবিদ্ধ হয়েছে গ্রিক অর্থোডক্স একজন পাদ্রী। ওই পাদ্রী গুরুতর আহত হয়েছেন।

বিবিসি জানায়, গুলি চালিয়ে তৎক্ষণাৎ সেখান থেকে পালিয়ে যায় বন্দুকধারী। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার পর সন্দেহভাজন একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এখন পর্যন্ত হামলাকারীর উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, হামলাকারীর হাতে ছিল শটগান। সেই পাদ্রী গির্জা বন্ধ করার সময় হামলাকারী গুলি চালায়।

এ ব্যাপারে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিরাপত্তা বাহিনী ও জরুরি কাজে নিয়োজিতরা তৎক্ষণাৎ ঘটনাস্থলে গিয়েছেন এবং তারা সেখান থেকে সাধারণ মানুষকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেছেন।

গতকাল শনিবার রাতে লিঁওর পাবলিক প্রসিকিউটর নিকোলাস জ্যাকেট জানিয়েছেন, ঘটনার সঙ্গে সম্পৃক্ত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।

গুলিবিদ্ধ ওই পাদ্রীর নাম নিকোলাস কাকাভেলাকিস। তার পাকস্থলীর কাছে দুই টি গুলি লেগেছে। এখনও সে বেশ গুরুতর অবস্থায় আছে।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন