শেয়ার বাজারের তালিকাভুক্ত মতিন স্পিনিং লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১৮ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আজ শনিবার কোম্পানিটি ৩০ জুন, ২০২০ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে।
সমাপ্ত অর্থবছরে মতিন স্পিনিং লিমিটেডের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২টাকা ১৬ পয়সা। গেল বছরের একই সময়ে ছিলো ৯৭ পয়সা। এছাড়া আগের বছর কোম্পানিটি ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিলো।
আগামী ১৪ ডিসেম্বর লভ্যাংশ অনুমোদনের লক্ষ্যে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম)। ওইর দিন সকাল ১১ টায় ডিজিটায়ল প্লাটফমে অনুষ্ঠিত হবে।এ সংক্রান্ত রেকর্ড ডেট ২৬নভেম্বর নির্ধারণ করা হয়েছে।
আনন্দবাজার/এম.কে