ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মুসলমানদের অধিকার রয়েছে ফরাসিদের শাস্তি দেওয়ার : মাহাথির

মুসলমানদের অধিকার রয়েছে ফরাসিদের শাস্তি দেওয়ার, এ কথা বলেছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। গতকাল বৃহস্পতিবার এক ব্লগ পোস্টে এমন মন্তব্য করেছেন তিনি।

অন্যদের সম্মান করুন শিরোনামে লেখাটি শুরু হয়েছে ফরাসি শিক্ষক স্যামুয়েল প্যাটি হত্যার কথা তুলে ধরে। তা প্রকাশ করা হয়েছে টুইটারে। কিন্তু লাখ লাখ ফরাসিকে হত্যার পোস্টটি মুছে দিয়েছে টুইটার।

মাহাথির বলেন, মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করেন কিন্তু তা অন্যকে অপমান করার জন্য যেন ব্যবহৃত না হয়।

ব্লগ পোস্টে মাহাথির আরও লিখেন, অতীতের হত্যাযজ্ঞের জন্য মুসলমানদের ক্ষুব্ধ ও লাখো ফরাসি জনগণকে হত্যার অধিকার রয়েছে। কিন্তু মোটের উপর মুসলিমরা চোখের বদলে চোখ আইন প্রয়োগ করেনি। মুসলিমরা করেনি। ফরাসিদের করা উচিত না। এর পরিবর্তে ফরাসিদের উচিত তাদের জনগণকে অন্য মানুষের অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল হওয়া শিক্ষা দেওয়া।

মাহাথির অভিযোগ করেন, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সভ্য নন, তিনি আদিম।

ম্যাক্রোঁকে ইঙ্গিত করে মাহাথির লিখেন, এক রাগান্বিত ব্যক্তির দায় যখন পুরো মুসলিম ও মুসলিমদের ধর্মের উপর চাপাচ্ছেন তখন ফরাসিদের শাস্তি দেওয়ার অধিকার রয়েছে মুসলমানদের। এত বছর ধরে ফরাসিরা যে ভুল করে আসছে পণ্য বর্জনে তার ক্ষতিপূরণ হবে না।

তিনি আরও লিখেন, এটি ইসলামের শিক্ষার সঙ্গে যায় না। কিন্তু ধর্ম নির্বিশেষে রাগান্বিত মানুষ হত্যা করে। ইতিহাসের পরিক্রমায় ফরাসি লাখ লাখ মানুষকে হত্যা করেছে। তাদের অনেকেই ছিলেন মুসলিম।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন