ঢাকা | সোমবার
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সূচকের সামান্য উত্থান হলেও কমেছে লেনদেন

আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের সামান্য উত্থানে শেষ হয়েছে লেনদেন। তবে এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ কমেছে। অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সুচকের সঙ্গে বেড়েছে লেনদেনও।

সপ্তাহের শেষ কর্মদিবসে ডিএসই প্রধান মূল্য সূচক ৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৪৬ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই–৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৮০ পয়েন্টে দাঁড়িয়েছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়েছে।

বৃহস্পতিবার ডিএসইতে ৯৬৩ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা গেল কর্মদিবসের থেকে ১৪৮ কোটি ৪৭ লাখ টাকা কম।

আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ২৫ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৮২১ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন টাকার অংকে সিএসইতে ৩৫ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন