ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ফ্রান্সের পক্ষ নিয়েছে ভারতীয়রা!

সম্প্রতি ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর ইসলাম বিদ্বেষি মন্তব্যের বিরুদ্ধে মুসলিম বিশ্বে প্রতিবাদের ঝড় উঠেছে। এবং ফরাসি পণ্য বয়কটের ডাক দেওয়া হচ্ছে। তবে ভারতে ফ্রান্সের সমর্থনে নানা হ্যাশট্যাগ ট্রেন্ড করছে।

গত বাহাত্তর ঘণ্টা ধরে ভারতে ফ্রান্সের প্রতি সংহতিসূচক #আইস্ট্যান্ডইউথফ্রান্স এবং #উইস্ট্যান্ডউইথফ্রান্স ‘টপ ট্রেন্ড’গুলোর মধ্যে উঠে এসেছে। সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের দেশ ভারতে হাজার হাজার ভারতীয় সামাজিক মাধ্যমে ফ্রান্সের ভূমিকাকে সমর্থন করছে। প্রেসিডেন্ট ম্যাকরোঁর ‘বীরোচিত’ নেতৃত্বকে তারিফ জানাচ্ছে তারা।

ক্ষমতাসীন দল বিজেপির নেতা ও পশ্চিম দিল্লির এমপি পরভেশ সাহিব সিং টুইট করে লিখেছেন, সহিষ্ণুতাও ধর্মনিরপেক্ষ হওয়া উচিত। #আইস্ট্যান্ডইউথফ্রান্স। ফরাসি প্রেসিডেন্ট, আপনি দারুণ কাজ করেছেন।

দেশটির প্রথম সারির জাতীয় নিউজ চ্যানেল টিভি-নাইনের সম্পাদক ও অ্যাঙ্কর প্রিয়াঙ্কা দেও জৈন টুইটারে লিখেন, একজন খ্রিস্টান/হিন্দু/ইহুদী শিক্ষক যদি ক্লাসে মেরি/কৃষ্ণ/যীশুর কার্টুন দেখান ও তারপর একজন খ্রিস্টান/হিন্দু/ইহুদী তার শিরশ্ছেদ করে তাহলে অবশ্যই সেটা ওই ধর্মের উগ্র মৌলবাদ হিসেবে গণ্য হবে। ইসলাম কেন এর ব্যতিক্রম হবে?

এমনকি ‘ভারত কা রক্ষক’সহ বিভিন্ন দক্ষিণপন্থী গোষ্ঠী, যারা নিজেদের কট্টর দেশপ্রেমী বলে পরিচয় দেয়, তারাও এবার এই বিতর্কে ফরাসি প্রেসিডেন্ট ম্যাকরোঁর সমর্থনে সামাজিক মাধ্যমে নানা পোস্ট করেছে।

#ওয়েলডানম্যাকরোঁ কিংবা #ম্যাকরোঁদ্যহিরোর মতো নতুন নতুন নানা হ্যাশট্যাগও ভারতে উঠে আসছে। এছড়াও অনেকে বেশি করে ফরাসি জিনিসপত্র কেনারও ডাক দিচ্ছেন।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন