ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নওগাঁয় উঠতে শুরু করেছে শীতকালের আগাম সবজি

নওগাঁয় উঠতে শুরু করেছে শীতকালের আগাম শাক-সবজি। কিন্তু পর্যাপ্ত সরবরাহ থাকলেও মূল্য কিছুটা বেশি বলে অভিযোগ করেছেন ক্রেতারা।

জানা গেছে, আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল থেকে ক্রেতা-বিক্রেতাদের ভিড় থাকে বদলগাছী উপজেলার ভাণ্ডারপুর সবজির পাইকারি হাট। জেলার নানা এলাকা উৎপাদিত টাটকা শাক-সবজি নিয়ে হাটে আসেন চাষিরা।

শিম, ফুলকপি, বেগুন, বাঁধাকপি, লাউ, মুলাসহ বৃদ্ধি পেয়েছে শীতকালীন বিভিন্ন সবজির সরবরাহ। তবে তুলনামূলক মূল্য কিছুটা বেশি বলে অভিযোগ করেছেন পাইকাররা।

বিক্রেতারা জানান, কয়েকদফা বন্যা এবং বৃষ্টির কারণে সবজি ক্ষেত অনেক ক্ষতিগ্রস্ত হওয়ায় এর প্রভাব পড়েছে বাজারে। অপরদিকে, হাট কর্তৃপক্ষের দাবি, মৌসুমের শুরুতে মূল্য কিছুটা বেশি হলেও সময়ের সাথে সাথে সহনশীল হবে সবজির বাজার।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন