ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় বিশ্বে একদিনে রেকর্ড ৫ লক্ষাধিক শনাক্ত

পৃথিবীর বেশকিছু দেশে চলছে করোনার দ্বিতীয় ঢেউ। এক ধাক্কা সামলে ওঠার আগেই আরেক ধাক্কায় নাজেহাল হয়ে উঠছে পুরো পৃথিবী। এমন পরিস্থিতিতে বিশ্বে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন রেকর্ড ৫ লাখ ১২ হাজার ১২৯ মানুষ। এ সময়ে বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ৭ হাজারের বেশি মানুষের।

করোনাভাইরাস আক্রান্ত এবং মৃত্যুর নিয়মিত আপডেট রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৯টা পর্যন্ত সারা বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ৪ কোটি ৪৭ লাখ ৪৮ হাজার ৮৭৪ জন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৯টা পর্যন্ত সারা বিশ্বে করোনাভাইরাসে মোট মৃত্যু হয়েছে ১১ লাখ ৭৯ হাজার ৬৩ জনের। এছাড়া বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৯টা পর্যন্ত সারা বিশ্বে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ কোটি ২৭ লাখ ২৪ হাজার ৫০৮ জন।

এখন পর্যন্ত করোনায় বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যু এবং আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ২ লাখ ৩৩ হাজার ১৩০ জন এবং আক্রান্ত হয়েছেন ৯১ লাখ ২০ হাজার ৭৫১ জন। আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় এবং মৃতের সংখ্যায় তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৮০ লাখ ৩৮ হাজার ৭৬৫ জন। এতে আক্রান্ত হয়ে মারা গেছেন এক লাখ ২০ হাজার ৫৬৩ জন।

করোনায় মৃতের সংখ্যায় দ্বিতীয় এবং আক্রান্তের সংখ্যায় তৃতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫৪ লাখ ৬৯ হাজার ৭৫৫ জন এবং মারা গেছেন এক লাখ ৫৮ হাজার ৪৬৮ জন। করোনায় মৃতের সংখ্যায় চতুর্থ অবস্থানে রয়েছে মেক্সিকো। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯০ হাজার ৩০৯ জন। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছে ৬ লাখ ৬ হাজার ৮৬৩ জন।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন