ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ফ্রান্সকে ক্ষমা চাওয়ার আহবান লিবিয়ার

এবার মহানবী হযরত মুহাম্মদকে (সাঃ)-কে অবমাননা করে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা জানাল লিবিয়া। ম্যাক্রোঁকে অবিলম্বে বিশ্ব মুসলিমের কাছে ক্ষমা চাওয়ার আহবান জানিয়েছে দেশটি।

দেশটির জাতীয় ঐক্যমত্যের সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ আহবান জানানো হয়েছে।

গত সোমবার লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুহাম্মাদ আল-কাবলাবি এক বিবৃতিতে বলেন, ম্যাক্রোঁর ইসলামি অবমাননাকর বক্তব্যে তার প্রতি মানুষের ঘৃণা বেড়েছে। তিনি দেশে রাজনৈতিক ফায়দা হাসিলের লক্ষ্যে এ ধরনের বক্তব্য দিয়েছেন।

বিবৃতিতে আল-কাবলাবি ইউরোপীয় মানবাধিকার আদালতের পক্ষ থেকে ২০১৮ সালে দেয়া এক রায়ের কথা উল্লেখ করেন। যেখানে বলা হয়েছে, মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর অবমাননা বাক স্বাধীনতার মধ্যে পড়ে না।

এই উসকানিমূলক বক্তব্য প্রত্যাহার করে বিশ্ব মুসলিমের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করার জন্য ম্যাক্রোঁর প্রতি আহবান জানিয়েছেন তিনি।

এর আগে ম্যাক্রোঁর ইসলাম অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে ফ্রান্সের বিভিন্ন কোম্পানিকে লিবিয়া থেকে বহিস্কারের আহবান জানিয়েছিল লিবিয়া সরকারের সর্বোচ্চ পরিষদ। পাশাপাশি লিবিয়ায় আরও যেসব ফরাসি কোম্পানি কাজ করছে তাদের সঙ্গেও চুক্তি বাতিল করার আহবান জানানো হয়েছে।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন