ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শেয়ারবাজারে সূচকের পতনে চলছে লেনদেন

দেশের প্রধান শেয়ারবাজর ঢাকা স্টক এক্সচেন্জে  বুধবার (২৮ অক্টোবর)  সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

লেনদেন শুরুর দুই ঘণ্টা পর অর্থাৎ বেলা ১২টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৫ পয়েন্ট কমে ৪ হাজার ৮৩২ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরিয়াহ্ সূচক ১১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৪ পয়েন্ট কমে যথাক্রমে ১০৯১ ও ১৬৬১ পয়েন্টে আছে।

বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ১০৭টির, কমেছে ১৪১টির আর অপরির্বতিত আছে ৬৮টি কোম্পানির শেয়ারের দাম।

লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো-ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, সন্ধানী ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, এডিএন টেলিকম, পিপলস ইন্স্যুরেন্স ও সিটি জেনারেল ইন্স্যুরেন্স।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন