মহানবী (সাঃ)-এর অবমাননা নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁর মন্তব্যের জেরে এবার নাম না উল্লেখ করে ফ্রান্সকে কড়া নিন্দা জানিয়েছে সৌদি আরব।
আজ মঙ্গলবার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, মহানবী মুহাম্মদ (সাঃ)-কে নিয়ে আপত্তিজনক কার্টুন প্রকাশ কিংবা সন্ত্রাসের সঙ্গে ইসলামকে জড়ানোর যে কোনও উদ্যোগের নিন্দা জানাচ্ছে রিয়াদ।
ওই বিবৃতিটি সৌদির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমে প্রকাশ করা হয়েছে। তবে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, অন্যান্য মুসলিম দেশের মতো সৌদি আরবের পক্ষ থেকে ফরাসি পণ্য বর্জনের ডাক দেওয়া হয়নি।
ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁর ইসলাম বিদ্বেষি মন্তব্যের কারণে কুয়েত, কাতার ও জর্ডন ফরাসি পণ্য বয়কট করেছে। দেশগুলোর দোকান থেকে সরিয়ে ফেলা হয়েছে ফরাসি জিনিস। লিবিয়া, সিরিয়া ও গাজায় চলছে বিক্ষোভ ও প্রতিবাদ।
আনন্দবাজার/টি এস পি