বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

শেয়ার বাজার : সূচক কমলেও বেড়েছে লেনদেন

মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে দেশের প্রধান দুই শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। আজ মঙ্গলবার ডিএসইতে আগের দিনের তুলনায় টাকার অংকে লেনদেন বেড়েছে বড় ব্যবধানে। অপরদিকে বাজার সিএসইতে একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ২৪ পয়েন্ট কমে ৪ হাজার ৮৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিকে অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই–৩০ সূচক ৬ পয়েন্ট কমে ১ হাজার ১০৩ পয়েন্টে দাঁড়িয়েছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচকও ৭ পয়েন্ট কমেছে।

আজ সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪২ পয়েন্ট কমে ১৩ হাজার ৯০০ পয়েন্টে অবস্থান করছে। এদিকে টাকার অংকে সিএসইতে ৩১ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আনন্দবাজার/এম.কে

আরও পড়ুনঃ  শুরু ১৫ সেপ্টেম্বর বন্ধ থাকবে কোচিং

সংবাদটি শেয়ার করুন