মহানবী (সঃ)-কে নিয়ে বির্তকিত কর্মকাণ্ড করায় ফ্রান্সের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছে পুরো বিশ্বের মুসলমানরা। এর জেরে দেশে দেশে চলছে ফরাসী পণ্য বর্জন ও বিক্ষোভ মিছিল। এদিকে ফরাসি পণ্য বয়কটের ডাক দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর ইসলামবিদ্বেষী মনোভাবের তীব্র সমালোচনা করে গতকাল সোমবার তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান বিশ্বের সকল মুসলিমের প্রতি ফরাসি পণ্য বয়কটের আহবান জানান।
এরদোগান বলেন, কখনই কোনো ফরাসি ব্র্যান্ডকে সহায়তা করবেন না অথবা ফ্রান্সের লেবেলযুক্ত পণ্যসামগ্রী কিনবেন না।
মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশের প্রতিবাদে মধ্যপ্রাচ্যের কুয়েত, কাতারসহ পুরো মুসলিম বিশ্বেই ফরাসী পণ্য বয়কটের হিড়িক পড়েছে।
মহামারীকালে এই বয়কটের বিশ্বব্যাপী ফরাসি বাণিজ্যে সুদূরপ্রসারী প্রভাব আঁচ করতে পেরেছে ফ্রান্স। তাই আরব দেশগুলোর প্রতি পণ্য বয়কট বন্ধের অনুরোধ জানিয়েছে দেশটি।
আনন্দবাজার/টি এস পি