সাবমেরিন কেবলের জরুরি মেরামতকাজের জন্য আগামী পাঁচ দিন ইন্টারনেটের গতি কিছুটা কমে যাবে। ফলে কোনো কোনো ক্ষেত্রে ইন্টারনেটের গতি তুলনামূলক ভাবে কম পেতে পারেন গ্রাহকেরা।
ইতোমধ্যে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো ইমেইলে বার্তা মাধ্যমে গ্রাহকদের নিকট এ তথ্য জানিয়ে দিতে শুরু করেছে।
আইএসপিএবির সাধারণ সম্পাদক ইমদাদুল হক বলেছেন, দেশের কোনো কোনো ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) বিকল্প পথ হিসেবে ভারতের চেন্নাই থেকে সিঙ্গাপুরের সঙ্গে সংযুক্ত হয়েছে।
সেখানের একটি সাবমেরিন কেবল পরিচালনা করে ভারতীয় এয়ারটেল। মূলত সেটিই মেরামত করা হবে। আর ওই কেবলটি দেশের যেসব আইআইজি ব্যবহার করে, তারা কিছুটা ধীরগতির মুখে পড়তে পারেন।
আনন্দবাজার/এম.কে