ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা : স্পেনে কারফিউ ও জরুরি অবস্থা জারি

মহামারী নভেল করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে ইউরোপের দেশগুলোতে। প্রতিদিন আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে স্পেন, ফ্রান্স, জার্মানি, পোলান্ডের মতো দেশগুলোতে। এরই জেরে স্পেনে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে কারফিউয়ের পাশাপাশি দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

গতকাল রবিবার থেকেই রাত্রিকালীন কারফিউ কার্যকরের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। রাত ১১ থেকে ভোর ৬টা পর্যন্ত কারফিউ জারি থাকবে।

দেশজুড়ে জরুরি অবস্থা এবং কারফিউ জারি করা হয়েছে ১৫ দিনের জন্য। কিন্তু পার্লামেন্টে এই সময় বাড়িয়ে ছয় মাস করার প্রস্তাব তুলবেন বলে জানান প্রধানমন্ত্রী।

দেশটির প্রধানমন্ত্রী জানান, বিভিন্ন রাজ্যে রাত্রিকালীন কারফিউয়ের সময় একঘন্টা বাড়ানো বা কমানোর সুযোগ থাকছে।
তিনি আরও জানান, জনসাধারণের এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে যাতায়াতের বিষয়ে আঞ্চলিক নেতাদের পক্ষ থেকে সিদ্ধান্ত দেওয়া হবে।

রবিবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে প্রধানমন্ত্রী বলেন, পরিস্থিতি চরম পর্যায়ের দিকে ধাবিত হচ্ছে। এই পরিস্থিতি অর্ধশতাব্দীর মধ্যে সবচেয়ে গুরুতর।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন